প্রকাশিত: Thu, Dec 28, 2023 12:39 AM
আপডেট: Wed, Jul 2, 2025 12:54 PM

[১]রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখতে জাপানের সঙ্গে ইপিএ সই করবে বাংলাদেশ

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের লক্ষ্যে বুধবার জয়েন্ট স্টাডি গ্রুপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। 

[৩] বাণিজ্য সচিব বলেন, প্রথমবারের মতো জাপানের মতো একটি বড়ো দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই নিয়ে সত্যিকারের কোনো আলোচনা হতে যাচ্ছে। জাপান বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতের দেশ এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি বাণিজ্য সম্ভাবনাময় এলাকা। পণ্য ছাড়াও সেবা ও বিনিয়োগ খাতেও জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। ইতোপূর্বে শ্রীলঙ্কা ও ভূটানের মতো ছোটোখাটো অনেক অর্থনীতির সঙ্গে ইপিএ নিয়ে আলোচনা করা হয়েছে।

[৪] তিনি বলেন, তবে এই প্রতিবেদন প্রকাশ মানেই শেষ নয়। চূড়ান্ত রূপ দেয়ার লক্ষ্যেই দুই দেশ যৌথ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার বিষয়ে ঘোষণা দেয় এবং তিন রাউন্ডের সভা শেষে একটি প্রতিবেদন তৈরি করে, যা প্রকাশ করা হলো। আগামী ২০২৫ সালের ডিসেম্বর অথবা জানুয়ারি ২০২৬ সালের মধ্যে উভয় দেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হবে বলে আশা করছি।

[৫] ইপিএ থেকে বাংলাদেশ কী সুবিধা পাবে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বর্তমানে আমরা জাপানে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আসছি এবং আগামী ২০২৬ সাল পর্যন্ত পাবো। এটি থেকে প্রথমে যে অর্জনটি আসবে, সেটি হচ্ছেÑ চুক্তি সই হলে ২০২৬ সালের পরও জাপানের বাজারে আমরা এই সুবিধা পাবো, সেটা হারাতে হবে না। সম্পাদনা: সমর চক্রবর্তী